বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। লালনের গানকে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন। একজীবন শুধু গান করেই গেছেন। একুশে পদকসহ ঘরে তুলেছেন অনেক পুরস্কার।
গুণী এই শিল্পীকে নিয়ে দ্য ডেইলি স্টারের কাছে স্মৃতিচারণ করেছেন ‘ক্লোজআপ ওয়ান’-খ্যাত সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি।
বিউটি বলেন, ‘আমার বয়স যখন পাঁচ বছর, তখন থেকেই ফরিদা ম্যাডামকে চিনি। তার বাড়ি কুষ্টিয়ায়, আমার বাড়িও সেখানে। ছোটবেলায় বাবার সঙ্গে লালন সাঁইজির মাজারে যেতাম গান শুনতে। আমার বেশি আগ্রহ ছিল ফরিদা ম্যাডামকে দেখব। সেই ছোটবেলাতেই আমার সৌভাগ্য হয়েছিল সামনে থেকে তার গান শোনার। তখন থেকেই আমি তার ভক্ত।’
‘সেসময়ই বাবা আমাকে ফরিদা ম্যাডামের লালন সংগীতের একটি ক্যাসেট কিনে দিয়েছিলেন। এরপর থেকে আমি গভীরভাবে তার গানের প্রেমে পড়ি। লালনের গান ভালোবাসতে শুরু করি। তিনি এমন একজন কিংবদন্তি, এত বড় একজন সাধক, যার তুলনা তিনি নিজেই’, বলেন তিনি।
বিউটি বলেন, ‘তিনি প্রতিটি গান বুঝে, জেনে গাইতেন। যতদূর জানি, তিনি লালনের অনুসারী ছিলেন। এটা তো বড় ব্যাপার। এ দেশে তার মতো লালনের গানের বড় মাপের শিল্পী একজনই। শহর, গ্রাম, বন্দর সর্বত্র তার জনপ্রিয়তা। মানুষের ভালোবাসা পেয়েছেন ভীষণ।’



