মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

“আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে”: পরীমণি

৬ অক্টোবর ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তার প্রেম ও বিয়ে সংক্রান্ত নানা গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন।

সঞ্চালকের ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “না।” তবে কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “জানি না।” তিনি আরও যোগ করেন, “আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।”

পরীমণির বিবাহ সম্পর্কেও কথা হয়। তিনি জানান, একবারই বিয়ে করেছেন। শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে ছিল ভুল না, বরং সবকিছুই তার জীবনের অভিজ্ঞতা। অভিনয় ক্যারিয়ার শুরুর আগে পরীমণি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যু ঘটে। এ বিষয়ে পরীমণি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”

পরীমণিকে জিজ্ঞেস করা হয়, কতবার বিয়ে করতে চান। তার মজার উত্তরে তিনি বলেন, “আমার ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব।” তিনি ব্যাখ্যা করেন, এই কথা সামাজিক মাধ্যমে রিউমার হিসেবে স্থাবলিশ হয়ে গেছে।

সর্বশেষ