মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ইতালির লাম্পেদুসায় তিন দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

১৫ সেপ্টেম্বর ২০২৫

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় মাত্র তিন দিনে ১০টি নৌকায় করে কমপক্ষে ৫০০ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই সময়ের মধ্যে ইতালির নিরাপত্তা বাহিনী দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, তারা হাইড্রোকার্বন বিষক্রিয়ায় মারা গেছেন।

সোমবার রাতে আট মিটার দীর্ঘ একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইতালির ফিন্যান্সিয়াল গার্ড। ওই নৌকায় ছিলেন মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া ও আলজেরিয়ার নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন বিষক্রিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের মরদেহ পাঠানো হয়েছে কালা পিসানা সিমেট্রির মর্গে, যেখানে তাদের ময়নাতদন্ত হবে।

মঙ্গলবার রাতে আরও পাঁচটি নৌকায় অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী দ্বীপটিতে পৌঁছান। এদের মধ্যে ছিলেন আফগানিস্তান, বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সুদানের নাগরিক। ছিলেন এক শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও।

অভিবাসীরা জানিয়েছেন, তারা লিবিয়ার আবু কামাশ এবং তিউনিশিয়ার এল ওলগা থেকে যাত্রা শুরু করেন। যাত্রার জন্য প্রত্যেকে গুনেছেন প্রায় ১,২০০ ইউরো

অন্যদিকে, বুধবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুটি নৌকা থেকে ৭৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। একটি রাবারের নৌকায় ছিলেন ২২ জন ইরিত্রিয়ান এবং অন্যটিতে ৫২ জন মিসরীয়, সুদানিজ, বাংলাদেশি ও সিরীয় নাগরিক।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লাম্পেদুসার অভিবাসী গ্রহণ কেন্দ্রে বর্তমানে ১,৪০০ জনেরও বেশি অভিবাসী অবস্থান করছেন, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া প্রতিকূল থাকায় তাদের সিসিলিতে স্থানান্তরের কাজ চলছে ধীর গতিতে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস


সর্বশেষ