মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে পড়ার স্বপ্নভঙ্গ হাজারো শিক্ষার্থীর

১৫ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাজারো শিক্ষার্থী তাঁদের স্বপ্ন পূরণ করতে পারছেন না। রোববার এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ

ট্রাম্প প্রশাসনের জারি করা এই নিষেধাজ্ঞা ১৯টি দেশের নাগরিকদের ওপর প্রযোজ্য, যার ফলে বিপুল সময়, শ্রম এবং অর্থ ব্যয় করেও শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন।

২১ বছর বয়সী বাহারা সাঘারি, আফগানিস্তানের একজন শিক্ষার্থী, তালেবান শাসনে নিজ দেশে শিক্ষার সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্রে একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। হতাশ কণ্ঠে তিনি বলেন, “যখন আপনি ভাবেন অবশেষে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, তখন কিছু একটা এসে যেন সবকিছু শেষ করে দেয়।”

তার মতোই ইরানের ১৭ বছর বয়সী পুয়া কারামিমিয়ানমারের ১৮ বছর বয়সী গু গু-ও এই নিষেধাজ্ঞার শিকার। কারামি যুক্তরাষ্ট্রে বিজ্ঞান গবেষণা করতে চেয়েছিলেন, আর গু গু যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন—কিন্তু দুইজনেরই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে।

ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শিক্ষার্থীরা ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়ছেন। অনেকে ভর্তি নিশ্চিত করার পরও সময়মতো ক্লাস শুরুর সুযোগ পাচ্ছেন না। এসব দেশের মধ্যে বিশেষ করে ইরান ও মিয়ানমার থেকে আসা শিক্ষার্থীদের ওপর প্রভাব বেশি পড়েছে। গত বছর এই দুই দেশ থেকেই সবচেয়ে বেশি ভিসা অনুমোদন দেওয়া হয়েছিল।

বর্তমানে অনেক শিক্ষার্থী বিকল্প গন্তব্য হিসেবে অন্যান্য দেশকে বেছে নিচ্ছেন, কেউ কেউ আবার যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের আশায় অপেক্ষা করছেন।

সূত্র: এবিসি নিউজ


সর্বশেষ