ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় গাজা সিটির বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রধান এলাকা ক্ষতিগ্রস্ত
- জায়তুন: আগস্ট থেকে ১,৫০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস, এলাকা প্রায় নিশ্চিহ্ন।
- শেখ রাদওয়ান: জনাকীর্ণ বাজার ও বাসাবাড়ি ট্যাংক ও গোলাবর্ষণে ধ্বংস।
- রেমাল: আল-শিফা হাসপাতাল ও জাতিসংঘের কয়েকটি কার্যালয়ের আশপাশে টানা হামলা; বহু টাওয়ার ভবন ভেঙে ফেলা।
- তুফাহ ও সাবরা: শত শত ঘরবাড়ি ধ্বংস, মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত।
- শুজাইয়া: গাজার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, পূর্ব প্রান্তে হওয়ায় হামলায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত।
- বেইত লাহিয়া: বিখ্যাত স্ট্রবেরি খেতসহ সম্পূর্ণ এলাকা ধ্বংস; দুর্ভিক্ষ ঘোষণা করেছে আইপিসি।
- বেইত হানুন: এরেজ ক্রসিং বন্ধ থাকায় মানবিক সংকট তীব্র।
- জাবালিয়া: গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরও বারবার হামলার শিকার, শত শত বাস্তুচ্যুত পরিবার আশ্রয়হীন।
বাস্তুচ্যুতি ও মানবিক সংকট
ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের দক্ষিণে যেতে বাধ্য করছে, তবে সড়ক অবরুদ্ধ ও আশ্রয়ের অভাবে অনেকে আবার ফিরে আসছে। ঘোষিত “মানবিক অঞ্চল”ও নিরাপদ নয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, হাসপাতাল, স্কুল, মসজিদসহ শত শত স্থাপনা ধ্বংস হয়ে গেছে।