ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৯৪ জন এবং গৃহহীন হয়েছেন ২০ হাজার মানুষ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এএফপি।
৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে মঙ্গলবার রাতে সেবু দ্বীপের উত্তরাঞ্চলে বোগো শহরের কাছে। উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে এক নারী ও তার সন্তানকে জীবিত উদ্ধার করা হলেও অনেক বাড়িঘর ভেঙে পড়েছে।
সেবু প্রদেশের গভর্নর জানিয়েছেন, নিরাপদ পানি, খাবার, পোশাক ও আশ্রয়ের জন্য হাজারো মানুষের সহায়তা প্রয়োজন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আঞ্চলিক কার্যালয়ের হিসাবে, এক লাখেরও বেশি মানুষ এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।