মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ফ্লোটিলা বরোধ: ১৩ জাহাজ আটক, প্রায় ৩০টি গাজার পথে

৩ অক্টোবর ২০২৫

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানগুলোতে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কয়েকটি জাহাজ আটক করেছে; ফ্লোটিলার পক্ষ জানিয়েছে আরও প্রায় ৩০টি জাহাজ গাজা উপকূলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গসহ আটক অন্যরা নিরাপদ আছেন বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি বাহিনী রবিবার রাতে ফ্লোটিলার কিছু নৌযান আটকে নেয় এবং তাদের নিয়ন্ত্রণ নিয়েছে—রয়টার্স জানিয়েছে আটকের সংখ্যা ১৩। তবে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী ১৫টি জাহাজ আটকে রয়েছে এবং অন্তত ২৬–৩০টি জাহাজ এখনও গাজার দিকে অগ্রসর।

ফ্লোটিলা হচ্ছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবীর একটি বহর, যারা সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আয়োজকদের দাবি, ইসরায়েলি নৌবাহিনী গাজার কাছাকাছি এসে জাহাজগুলোতে উঠে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ও সংকেত বাধাগ্রস্ত করেছে। ইসরায়েল জানিয়েছে, তারা অবরোধ ভাঙার মতো যেকোনো প্রয়াস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেবে—বহরটি ২০০৭ সালের পর থেকে চলমান অবরোধের পরিস্থিতি বিবেচনায় গাজার মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিতে চায়।

সর্বশেষ