ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিত্র ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গাজা যুদ্ধ শেষ করার জন্য মার্কিন এক পরিকল্পনা নিয়ে হামাসের জানানো প্রতিক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে।
রয়টার্স লিখেছে, ইসলামিক জিহাদের এই পদক্ষেপের ফলে উভয় গোষ্ঠীর হাতে এখনও বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির একটা পথ বের হতে পারে।
শনিবার এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, “ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের (প্রতিক্রিয়া) ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবস্থানের প্রতিনিধিত্ব করে আর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শে ইসলামিক জিহাদ দায়িত্বশীলতার সঙ্গে অংশ নিয়েছিল।”