মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী

৭ অক্টোবর ২০২৫

ভারতের সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম চলাকালে প্রধান বিচারপতি বি আর গাভাইকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনা ঘটেছে। দিল্লির আদালতে সোমবার এই ঘটনা ঘটে। ৭১ বছর বয়সী আইনজীবী রাকেশ কিশোর প্রধান বিচারপতির দিকে ‘স্পোর্টস জুতা’ ছুঁড়ে মারেন।

ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, জুতা প্রধান বিচারপতি ও অন্য এক বিচারপতির দিকে ছোড়া হয়েছিল, তবে তা তাদের পেছনে পড়ে যায়। রাকেশ কিশোর জুতাছুড়ার সময় বলেন, “ভারত সনাতন ধর্মের (হিন্দুধর্ম) অবমাননা সহ্য করবে না।”

পরবর্তীতে নিরাপত্তা কর্মকর্তারা তাকে আদালত থেকে বের করে নিয়ে যান। প্রধান বিচারপতি পুরো সময় শান্ত ও সংযত ছিলেন এবং আইনজীবীদের নির্দেশ দেন বিচারকাজ চলার জন্য।

ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, রাকেশ কিশোরের রোষের কারণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের মধ্যপ্রদেশের একটি মন্দিরে সাত ফুট উঁচু বিষ্ণু প্রতিমা পুনঃনির্মাণের আবেদন বাতিল করা। প্রধান বিচারপতি তখন এই বিষয়ে একটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে রাকেশ অসন্তুষ্ট ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে “সম্পূর্ণভাবে নিন্দনীয়” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এমন নিন্দনীয় কাজের সমাজে কোনো স্থান নেই।

সূত্র: বিবিসি

সর্বশেষ