মাত্র ১০ মাসের ব্যবধানে সম্পদের দিক থেকে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক। গত বছরের ডিসেম্বরে তিনি ছিলেন বিশ্বের প্রথম ৪০০ বিলিয়ন ডলারের মালিক; এবার সেই সংখ্যা ছাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে তার মোট সম্পদ—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ ৮৪ হাজার ৯৭৫ কোটি টাকা।
ব্লুমবার্গের সর্বশেষ তথ্যে জানা গেছে, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলার। পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ সম্পদের অধিকারী তিনি একমাত্র ব্যক্তি। বিশ্লেষকদের ধারণা, এই ধারা অব্যাহত থাকলে ২০৩৩ সালের মধ্যেই মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় মাস্কের ব্যবসায়িক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প প্রশাসনের বাইরে থেকেও তিনি যে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম, তা চলতি বছরই প্রমাণ করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।