গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার(৭ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার গিমহে গিয়ংনাম বাংলাদেশ কমিউনিটি অফিসে, দুপুর ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের উদ্যোগ নেয় বিএনপির দক্ষিণ কোরিয়া বুসান-গিয়ংনাম শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সাবেক সভাপতি মনির হোসেন উজ্জ্বল। তিনি তার বক্তব্যে বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, তা একটি প্রহসনের নির্বাচন। দেশ বিদেশ থেকে যে ষড়যন্ত্রই হোক না কেন, দেশের জনগণ তা রুখে দেবে। ইনশাআল্লাহ, তারেক রহমানকে জনগণের ভোটে নির্বাচিত করে বাংলাদেশের নেতৃত্বে আনবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার সাবেক সহ-সভাপতি কিম জাকির নিক্সন। তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে সকলকে সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম সাগর। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। পরবর্তীতে একদলীয় বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুসান গিয়ংনাম শাখার সদস্য মামুন শেখ, শাকিল পাঠান, মুহাম্মদ মোস্তাফা, শেখ মোঃ সুমন, পলাশ মিয়া, ইসমাইল পাটোয়ারী, আলিফ সরকার, মুস্তাফিজুর রহমান সুমন, দেওয়ান মানিক, ফরিদুল ইসলাম বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মাজাহারুল হক পাপ্পু।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।



