তুরাগের কামারপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির আহ্বায়ক প্রার্থী কে এম মামুনুর রশীদকে উদ্ধার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম জানান, মামুনের নিখোঁজ হওয়ার ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছেন। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি নিজেই একটি অটোরিকশায় উঠে যান। পরে ওই অটোরিকশায় থাকা তিন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে বাজারের উদ্দেশে যান বলে জানান মামুন।
ডিসি মহিদুল বলেন, “বাজারে যাওয়ার পর একটি মাইক্রোবাস এসে তাকে নিয়ে যায়। তাকে বেঁধে রাখা হলেও খাবার দেওয়া হয়েছিল। আজ সকালে নাশতাও দেওয়া হয়।” তবে জিজ্ঞাসাবাদে মামুনের বক্তব্য অসংগতিপূর্ণ মনে হওয়ায় আরও বিস্তারিতভাবে তদন্ত করা হবে বলে জানান তিনি।
এদিকে মামুনের বাবা সফি বলেন, “আমার ছেলে অসুস্থ। সুস্থ হলে বিস্তারিত বলতে পারবে। প্রশাসনের লোকেরা তাকে জিজ্ঞাসা করেছেন, তারাই বলতে পারবেন।”
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে মামুনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।



