জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
গত মঙ্গলবার ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইলের নাম প্রস্তাব করেছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় “শাপলা” প্রতীক নেই। তাই ৫০টি প্রতীকের তালিকা থেকে বেছে নিতে বলা হয়েছে।
তালিকায় আলমিরা, খাট, ঘুড়ি, কলম, মোবাইল ফোন, ফুটবল, মোরগ, ময়ূর, হেলিকপ্টার, হাঁসসহ মোট ৫০টি প্রতীক রয়েছে। নির্বাচিত প্রতীক বরাদ্দের পর সেটি দলটির জন্য সংরক্ষিত থাকবে বলে ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।



