মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিশ্বমোড়ল’সহ তিন শক্তির প্রভাবের চেষ্টায় বাংলাদেশ: সালাহউদ্দিন আহমদ

৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশে একটি ‘বিশ্বমোড়ল’ ও দুটি আঞ্চলিক শক্তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, এ শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় দেশটিতে আধিপত্য বিস্তার করতে চায়, আর এতে বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্বমোড়ল আমাদের ওপর হেজেমোনি (আধিপত্য) সৃষ্টি করতে চায়। প্রত্যেকের স্বার্থ আলাদা, কিন্তু ক্ষতি আমাদের সবার জন্যই এক।”

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত এ সভায় সালাহউদ্দিন বলেন, আবরার ছিলেন ‘আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ’। তিনি বলেন, “আবরার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল বলেই শহীদ হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বললে জেলে যাওয়া যেত, কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বললে জীবন দিতে হয়—এটাই আবরারের হত্যার শিক্ষা।”

সালাহউদ্দিন আরও বলেন, “বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করেছে। এটি শুধু একটি স্লোগান নয়—আমাদের রাষ্ট্রদর্শন। পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও এই নীতি হবে মাপকাঠি।”

ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা, দেশপ্রেম ও তাত্ত্বিক জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে ঐক্যবদ্ধ থাকার ওপরও জোর দেন তিনি, যাতে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আর রক্ত দিতে না হয়।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, “খুনি হাসিনার আমলে বিরোধী মতের ওপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে, আমরা সেই শহীদদের আত্মত্যাগ বুকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ব।”

সর্বশেষ