মাদারীপুরের শিবচর উপজেলায় রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে প্রকাশ্যে রাকিব মাদবর (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে ও সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব একটি হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছিলেন তিনি। ওই মামলার কেন্দ্রবিন্দু ছিল প্রতিপক্ষ আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদের হত্যাকাণ্ড। এর আগেও তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ চলছিল।
ঘটনার দিন রোববার রাতে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় চার-পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, “কয়েক মাস আগে ইবনে সামাদ হত্যাকাণ্ডের মামলার আসামি ছিলেন রাকিব। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার তদন্ত চলছে।”
উল্লেখ্য, গত ৬ মে চরশ্যামাইল সরদারকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করা হয়। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। ইবনে সামাদের হত্যাকাণ্ডের মামলার একজন আসামি ছিলেন রাকিব, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন।
স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে পুরোনো বিরোধের ধারাবাহিকতা বলে উল্লেখ করছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

