মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পুলিশের মামলা

৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। গুইমারা থানায় দুটি ও খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা হয়েছে।

গুইমারা থানার ওসি জানান, ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতায় ৩ জন নিহত হওয়ায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা করা হয়। অন্যদিকে, সদর থানায় প্রায় ৭০০–৮০০ জনকে আসামি করে সহিংসতার অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, জেলার পরিস্থিতি এখন স্বাভাবিক, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।

এর আগে গুইমারায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ ও অবরোধ চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। তবে মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।

সর্বশেষ