বাংলাদেশ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নিলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়।
তবে বিদায়ের আগে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার (১১ অক্টোবর) ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং ১২ অক্টোবর বরিশাল, চট্টগ্রাম ও খুলনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।