মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান ইউনূসের

২৬ সেপ্টেম্বর ২০২৫
REUTERS/Kylie

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয় নয়। বাংলাদেশ কেবল মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তাদের আশ্রয় দিয়ে আসছে।”

ইউনূস সতর্ক করেন, ৮ বছর পার হলেও সংকটের সমাধান হয়নি, বরং রাখাইনে নির্যাতন ও বৈষম্য অব্যাহত রয়েছে। নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং কক্সবাজারের ক্যাম্পে তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

তিনি জানান, বিশ্ব খাদ্য কর্মসূচির তহবিল ঘাটতির কারণে রোহিঙ্গাদের মাসিক রেশন অর্ধেকে নেমে যেতে পারে, যা ক্ষুধা, অপুষ্টি এবং নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।

এ অবস্থায় বিদ্যমান ও নতুন দাতাদের আরও তহবিল সহায়তার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মিয়ানমার সরকার ও রাখাইনের অংশীজনদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান, যাতে রোহিঙ্গারা সমঅধিকার ও নাগরিকত্ব পেয়ে নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরতে পারে।

জাতিসংঘে আগামী ৩০ সেপ্টেম্বর একটি উচ্চপর্যায়ের বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক রোডম্যাপ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গৃহীত হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ