শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) ওসি মাইনুল ইসলাম জাজিরা থানায় জিডি নং-৯৫ করেন।
জিডি সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে হুমকি ফোন করেছেন মিথুন ঢালী, যিনি তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
মামলার পটভূমি:
- ২ অক্টোবর জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ৬৫ জনের নাম উল্লেখ এবং আরও ৩০-৪০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মিথুন ঢালী ছিলেন দুই নম্বর আসামি।
- ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা স্বত্ত্বেও মিথুন ঢালীর নেতৃত্বে গোপন বৈঠক ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করা হয়।
- পুলিশ অভিযান চালিয়ে মিথুন ঢালীকে কুণ্ডেরচর এলাকায় অবস্থান করতে দেখা যায়। পরবর্তী অভিযানেও তিনি পালিয়ে যান।
ওসি মাইনুল ইসলাম জানান, হুমকিপূর্ণ ফোনের মাধ্যমে মিথুন ঢালী প্রধান উপদেষ্টা এবং পুলিশের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছেন। ফোনটি বিদেশি নম্বর থেকে করা হয়েছিল।
মিথুন ঢালীর সঙ্গে বারবার মোবাইল যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।


