মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

রাজনীতিতে চাঁ’দাবাজদের বিরুদ্ধে সরব সারজিস আলম

৬ অক্টোবর ২০২৫

“রাজনীতির সাথে সরাসরি জড়িত চাঁ’দাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে, নইলে আমাদের অবস্থা আগের মতোই হবে”— এমন মন্তব্য করেছেন ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপি আয়োজিত “মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার বিষয়ক মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপি বোদা উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ।

সারজিস আলম বলেন, “রাজনৈতিক দলের পরিচয় আছে, আবার সরাসরি চাঁ’দাবাজিতেও জড়িত— মরিচের হাটেও ১০০ টাকা করে চাঁ’দা তোলে। সেই ব্যক্তি যদি আমার দলেরও কেউ হয়, তার বিরুদ্ধেও কথা বলতে হবে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে চাঁ’দাবাজি মানেই ফ্যা’সিস্ট আওয়ামী শাসনে ফিরে যাওয়া, যা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না।”

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদনে বোদা উপজেলার ৬টি মসজিদ, ২টি ঈদগাহ ও ২টি মন্দির সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দের তালিকা ঘোষণা করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি তেতুলিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, পঞ্চগড় সদর প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, যুগ্ম সমন্বয়কারী মাসুম বিল্লাহ সৌরভসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ।

সর্বশেষ