মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক

৭ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশান বাসায় গোপন বৈঠক করেছেন নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূতরা একই গাড়িতে ফ্ল্যাগ ছাড়া প্রবেশ করেন এবং বিকল্প রুটে বাসা ত্যাগ করেন— যা সচরাচর কূটনৈতিক প্রটোকলে দেখা যায় না।

বৈঠকে অংশ নেন— নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। তারা সাবের হোসেনের কাছে জানতে চান, নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করলে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কী হতে পারে। আলোচনায় উঠে আসে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও নির্বাচনী স্বচ্ছতা বিষয়ও।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যু’থানের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন ঘটলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। পরবর্তীতে সাবের হোসেন চৌধুরী হ’ত্যা মামলাসহ ছয় মামলায় গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হন।

এর আগেও গত ১১ মে তার বাসায় বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সেবারও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ নয়; বরং বাংলাদেশের আসন্ন রাজনৈতিক গতিপথ নির্ধারণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ।

সর্বশেষ