মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

এটাই শেষ সুযোগ, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি নাসির উদ্দিন

৭ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের “শেষ সুযোগ” হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, “দেশের জন্য কিছু করার এটিই শেষ সময়। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। প্রতিশ্রুতি একটাই— জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।”

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “নির্বাচন নিয়ে অনেক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বড় চ্যালেঞ্জ হবে সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবিলা করা। এটি ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়েই এগোতে হবে।”

বিশেষজ্ঞদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা মাঠে কাজ করেছেন, জানেন কোথায় কোথায় কারচুপির সুযোগ থাকে। সেগুলো যাতে রোধ করা যায়, সেই পরামর্শ চাই। আপনারা বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন— নির্বাচনের আসল এক্সপার্ট।”

সংলাপে অংশ নেন ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, এবং আরও কয়েকজন সাবেক নির্বাচন কর্মকর্তা। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ধারাবাহিক আলোচনার সূচনা করে ইসি। পরবর্তী পর্যায়ে গণমাধ্যম, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় চলছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও শিগগিরই বসার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ