মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

প্রবীণ সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু

১০ অক্টোবর ২০২৫

দেশের প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় ভাতা কর্মসূচি। ৬৫ বছরের বেশি বয়সি ও অন্তত ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উপদেষ্টার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনা হবে, পরে পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।

নীতিমালা প্রণয়নে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রস্তাব দিয়েছিল মাসিক ১৫ হাজার টাকার সম্মানী নির্ধারণের, তবে মন্ত্রণালয় তা কমিয়ে ১০ হাজার টাকায় চূড়ান্ত করে।

সর্বশেষ