মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিএসএফের হাতে আ’টক ১৬ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

১২ অক্টোবর ২০২৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আ’টক হওয়া ১৬ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্প এবং তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যদের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে আ’টক করে বিএসএফ। আ’টক হওয়া এই ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রা এলাকায়।

হস্তান্তরের পর শনিবার রাতে বিজিবি আ’টককৃতদের সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আ’টক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ