মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আইসিসি নারী বিশ্বকাপ: দারুণ বোলিং-ফিল্ডিংয়ে পাকিস্তানকে গুটিয়ে দিল বাংলাদেশ

৩ অক্টোবর ২০২৫

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পেসার মারুফা আক্তার শুরুতেই দুই টপ অর্ডারকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন ২ উইকেট, রাবেয়া, নিশিতা ও ফাহিমা পান ১টি করে উইকেট। শেষ দিকে লেগ স্পিনার স্বর্ণা আক্তার ৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দেন।

চোখধাঁধানো ফিল্ডিং আর শৃঙ্খলিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়, ফলে জয়ের জন্য সহজ লক্ষ্য পেল বাংলাদেশ।

সর্বশেষ