মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের বাজে শুরু, প্রথম দিনে দাপটে স্বাগতিকরা

৩ অক্টোবর ২০২৫

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬২ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। ভারতের পেস ও স্পিন আক্রমণে শুরু থেকেই বিধ্বস্ত হয়ে যায় সফরকারীরা।

ভারতের হয়ে সেরা বোলার মোহাম্মদ সিরাজ, ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট। তার সঙ্গে ৪২ রানে ৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। স্পিনে কুলদীপ যাদব ২৫ রানে ২ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ২ উইকেটে ১২১ রান তোলে ভারত। লোকেশ রাহুল ১১৪ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক শুভমান গিল (১৮*)। এর আগে যশভি জয়সওয়াল ৩৬ রানে আউট হন এবং সাই সুদর্শন ফেরেন মাত্র ৭ রানে।

দিন শেষে ভারত মাত্র ৪১ রানে পিছিয়ে, হাতে এখনও ৮ উইকেট। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে স্বাগতিকরা।

সর্বশেষ