বিসিবি নির্বাচনের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নির্বাচন ঘিরে সব বিতর্কের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, “বিশ্বযুদ্ধগুলোও হতো না, যদি টেবিলে আলোচনা হতো। আমরা আলোচনার মাধ্যমে সবকিছু পরিষ্কার করার চেষ্টা করব।”
রোববার (৫ অক্টোবর) বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও।
বুলবুল বলেন, “গত চার মাসে জাতীয় দলের টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয় ছাড়াও তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে কাজ করাটাই বড় সাফল্য। আমরা চট্টগ্রামের ১১ জেলা ও রাজশাহীতে আঞ্চলিক টুর্নামেন্ট করেছি। দেশের ৬৪ জেলার অর্ধেক কোচকে আপগ্রেড করা হয়েছে—এটা দেশের ইতিহাসে প্রথম।”
তিনি আরও যোগ করেন, “আমরা শুধু ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই না। জেলা কাউন্সিলরদের ‘জেলা প্রেসিডেন্ট’ হিসেবে দেখতে চাই এবং তাদের মাধ্যমে উপজেলা পর্যন্ত ক্রিকেট ছড়িয়ে দিতে চাই।”
তামিম ইকবালসহ বেশ কয়েকজনের নির্বাচন বয়কট প্রসঙ্গে বুলবুল বলেন, “ওটা তাদের ব্যক্তিগত বিষয়।”
নির্বাচন পূর্বনির্ধারিত বা সাজানো এমন অভিযোগের জবাবে তিনি বলেন, “নির্বাচন তো নির্বাচনই। আমি সবসময় সংবিধানের মধ্যেই ছিলাম।”
বুলবুল জানান, আদালতের রায় অনুযায়ী নিষিদ্ধ ১৫ ক্লাবের ভোটাধিকার ফিরে পেয়েছে, এবং পরিস্থিতি পরিবর্তনশীল। “প্রতিটি ঘণ্টায় পরিবর্তন হয়, এখনও ২০ ঘণ্টা আছে—দেখি কী হয়,” বলেন তিনি।
নিজের ব্যর্থতা প্রসঙ্গে বুলবুল বলেন, “আমার মনে হয়েছে, মিডিয়ার সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানো উচিত ছিল।”
আগামীকালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে অনেক অনুমান করছেন। তবে আমরা একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশায় আছি।”