বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সমাপ্ত পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তাঁর দাবি— যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে কাউন্সিলরদের ওপর চাপ সৃষ্টি করেছেন, এমনকি কিছু ভোটারকে ব্যক্তিগতভাবে হুমকি পর্যন্ত দিয়েছেন।
রাজধানীর এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হন এবং জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজনকে মনোনীত করে। এরপর তাঁদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে, বিএনপি নেতা আমিনুলের অভিযোগ— এই নির্বাচন “ফিক্সড ও প্রভাবিত” ছিল।
তিনি বলেন,
“আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন, তাঁদের ডেকে নিয়ে ভয় দেখানো হয়েছে।”
এর আগে বিসিবি নির্বাচনের “স্বাধীনতা ও নিরপেক্ষতা” নিয়ে প্রশ্ন তুলে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ ১৬ জন। তাঁদেরও অভিযোগ ছিল— সরকারি প্রভাব ও প্রশাসনিক হস্তক্ষেপে নির্বাচন প্রক্রিয়া কলুষিত হয়েছে।
আমিনুল হক আরও দাবি করেন, নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে এবং এটি “বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে।” তাঁর মতে, আদালতে চলমান আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের বৈধতা পুনর্বিবেচনা করা হতে পারে।
অন্যদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।