মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

মেসিকে একাদশের বাইরে রাখার ইঙ্গিত! প্রীতি ম্যাচে নতুনদের সুযোগ দিতে চান কোচ স্কালোনি

১০ অক্টোবর ২০২৫

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামিতে ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে। এই প্রীতি ম্যাচের আগে দল সাজানো নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি

দলের স্কোয়াডে লিওনেল মেসি থাকলেও, তাকে অনুশীলনে দেখা যায়নি। ফলে প্রথম একাদশে মেসির খেলার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, তারা মেসির সঙ্গে কথা বলেছেন, তবে তাকে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।

স্কালোনি বলেন, “আমরা অন্য খেলোয়াড়দেরও সুযোগ দিতে চাই। বিকল্পদের নামানোর চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যেই দলে নেওয়া হয়েছে।” আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করাই তার মূল লক্ষ্য।

এই মিশনে স্কোয়াডে চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। স্কালোনি তরুণদের প্রশংসা করে জানান, প্রীতি ম্যাচের মাঝে তারা খেলার সুযোগ পেতে পারে।

অন্যদিকে, এমিলিয়ানো মার্টিনেজের ইনজুরি শঙ্কা কাটলেও তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলে জানা গেছে।

খেলা: আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা সময়: শনিবার (১১ অক্টোবর), ভোর ৬টা (বাংলাদেশ সময়) স্থান: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি।

সর্বশেষ