মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

এআই ব্যবহারকারীর তথ্য থেকে বিজ্ঞাপন দেখাবে মেটা

৩ অক্টোবর ২০২৫

মেটা ঘোষণা করেছে, তাদের এআই প্রোডাক্টে ব্যবহারকারীরা যা লিখবে বা বলবে, সেই তথ্য ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখানো হবে। নতুন প্রাইভেসি নীতি কার্যকর হবে আগামী ১৬ ডিসেম্বর থেকে।

তবে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও ইউরোপে এটি প্রযোজ্য হবে না, কারণ সেসব অঞ্চলের আইন এতে বাধা দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, মেটার এআই চ্যাটবট, স্মার্ট গ্লাস, ভিডিও ফিড ও ইমেজ জেনারেটর থেকে সংগৃহীত ডেটা বিজ্ঞাপনে কাজে লাগানো হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি হাইকিং নিয়ে আলাপ করে, তবে তাকে হাইকিং সামগ্রীর বিজ্ঞাপন দেখানো হতে পারে।

মেটা আশ্বস্ত করেছে, ধর্ম, রাজনীতি, স্বাস্থ্য, জাতি বা ব্যক্তিগত সংবেদনশীল তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না।

বড় টেক কোম্পানিগুলো এআই থেকে আয় করার নতুন পথ খুঁজছে—ওপেনএআই চ্যাটজিপিটিতে কেনাকাটার সুবিধা এনেছে, গুগল এআই সার্চে বিজ্ঞাপন যোগ করতে চাইছে, আর মেটা এআই ডেটা বিজ্ঞাপনে ব্যবহার শুরু করছে।

সর্বশেষ