মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন ‘হ্যাভেন-১’ উৎক্ষেপণের অপেক্ষায়

৩ অক্টোবর ২০২৫

মানবজাতির গর্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রায় ২৫ বছর ধরে পৃথিবীর কক্ষপথে মানুষের বসবাস নিশ্চিত করে আসছে। ২৬টি দেশের প্রায় ৩০০ জন নভোচারীর পদচারণায় এটি হয়ে উঠেছে এক অনন্য প্রযুক্তিগত অর্জন এবং আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল নিদর্শন।
তবে এই স্টেশনের মেয়াদ প্রায় শেষের পথে। ১৫ বছরের জন্য তৈরি হলেও এটি বহু আগেই নির্ধারিত সময়সীমা ছাড়িয়ে গেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা দিয়েছে, ২০৩০ সালের মধ্যে আইএসএস-কে ধ্বংস করে ফেলা হবে।

সিএনএন বলছে, এই শূন্যতা পূরণে নাসা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে। তারা এমন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে যেখানে নির্বাচিত সংস্থাগুলোকে একটি ৩০ দিনের মানব-মিশনের মাধ্যমে তাদের মহাকাশ স্টেশন মডেল প্রদর্শন করতে হবে। 

এই পরিকল্পনার অংশ হিসেবেই ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি ভাস্ট স্পেস ঘোষণা দিয়েছে, বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন ‘হ্যাভেন-১’ ২০২৬ সালের মে মাসে উৎক্ষেপণ করা হবে।

হ্যাভেন-১: ছোট পরিসরে বড় উদ্যোগ

সর্বশেষ