মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ভাইরাল ছবিগুলো ঢাবি শিক্ষিকা মোনামীর নয়!

৫ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) সম্প্রতি আবারও আলোচনায় আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দুটি ছবির কারণে। তবে ফ্যাক্ট চেকের মাধ্যমে নিশ্চিত হয়েছে, প্রচারে ব্যবহৃত ছবিগুলো মোনামীর নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল ছবিগুলো মূলত ভারতের মডেল সাইমা ভার্মা-এর। ছবিগুলোকে এআই প্রযুক্তি ব্যবহার করে কিছুটা সম্পাদনা করা হয়েছে, যাতে চেহারার পরিবর্তনের মাধ্যমে মোনামীর সঙ্গে মিল রয়েছে বলে মনে হয়।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাওয়া যায় Syma Verma নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটো অ্যালবাম, যেখানে ভাইরাল ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

ছবিগুলো ভারতের গুরুগ্রাম এলাকায় তোলা হয়েছে।

এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter ব্যবহার করে পরীক্ষা করলে দেখা গেছে, ছবিগুলো ৭৭.৫৫% থেকে ১০০% সম্ভাবনা সহ এআই দিয়ে সম্পাদিত।

সুতরাং, স্পষ্ট করা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামীর সঙ্গে এই ভাইরাল ছবিগুলোর কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ