নেপালের সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, জেন-জি আন্দোলনের অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাগুলো দেশের বিরুদ্ধে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে বিবেচিত হবে।
সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের তদন্ত করা হবে। পরবর্তীতে, সবার সামনে প্রকৃত সত্য প্রকাশ করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।
দেশকে সঠিক পথে নিয়ে যেতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন সুশীলা।


