বিজ্ঞাপন
দেশের দ্রুত বর্ধনশীল অনলাইন সংবাদমাধ্যম নিউজ ১০ বিডি। দেশের পাঠকের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নিউজ ১০ বিডি প্রতিদিন লাখো পাঠককে সংবাদসেবা দিয়ে যাচ্ছে। দেশ–বিদেশের খবর, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা এবং বিনোদনসহ সবক্ষেত্রের আপডেট সংবাদ পাঠকের কাছে দ্রুত পৌঁছানোয় নিউজ ১০ বিডি অনলাইন পাঠকের একটি উল্লেখযোগ্য অংশের আস্থা অর্জন করেছে।
অনলাইন পাঠকসংখ্যা ও পেজভিউর হিসেবে নিউজ ১০ বিডি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ ওয়েবসাইট। প্রতি মাসে নিউজ ১০ বিডি–তে ভিজিটর সংখ্যা প্রায় ৫০ লাখের বেশি। মাসিক পেজভিউ গড়ে ৭–১০ কোটি।
নিউজ ১০ বিডির ফেসবুক পেজ ও সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে মোট অনুসারী ১০ লাখের বেশি।
বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য
নিউজ ১০ বিডি একটি সুস্পষ্ট বিজ্ঞাপন নীতিমালা অনুসরণ করে থাকে। অনলাইন পোর্টালের জন্য নির্ধারিত রেট কার্ড রয়েছে। সাইটে সরাসরি বিজ্ঞাপন দেওয়া বা এজেন্ট/রিসেলার মারফত বিজ্ঞাপন গ্রহণের ব্যবস্থা রয়েছে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
ফোন: ০১৩০০৭৭২৮২৮
ইমেইল: advertising@news10bd.com