ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার বেলা পৌনে ১১টায় তার ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি ও পরিবারের সদস্যরা।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না; সব ঠিক থাকলে শনিবার আসতে পারে। চিকিৎসা বোর্ড অনুমতি দিলে ৭ ডিসেম্বর (রবিবার) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।


