১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা নয়, স্বেচ্ছাসেবক দিয়ে নির্বাচনী প্রচারণা করবেন তাসনিম জারা

৬ ডিসেম্বর ২০২৫

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা মনোনয়ন পেলে জাতীয় নির্বাচনে প্রচারণা চালানোর এক ব্যতিক্রমী পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রচলিত অর্থনির্ভর রাজনীতির পরিবর্তে স্বেচ্ছাসেবক টিম গড়ে স্বল্প বাজেটে নির্বাচনী প্রচারণা চালাবেন।

তাসনিম জারা বলেন, “নির্বাচনে আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করা যায়, কিন্তু বাস্তবে প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করেন। আমি এই মিথ্যা ও অসততা পালন করব না। আমি ২৫ লাখ টাকার বাইরে এক টাকাও খরচ করব না।”

তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের আগে থেকেই স্বচ্ছভাবে খরচের হিসাব জানানো হবে। স্বেচ্ছাসেবক টিম গড়ে জনগণকে সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত করা হবে। যারা গ্রাফিক ডিজাইন, ভিডিও শুট বা এডিটিং, উঠান বৈঠক আয়োজন, ফান্ড সংগ্রহ বা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছানোর মতো কাজে সাহায্য করতে পারবেন, তারা অংশ নিতে পারবেন।

তাসনিম জারা বলেন, “আমরা প্রমাণ করব, স্বচ্ছ ও সততার সঙ্গে রাজনীতি করা সম্ভব। এবারের নির্বাচন হোক জনগণের নিজের নির্বাচন। আমরা সবাই মিলে রাজনীতিকে দুর্নীতি, পেশিশক্তি ও মিথ্যার বাইরে ফিরিয়ে আনব।”

সর্বশেষ