১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীরা কয়টি ফোন আনতে পারবেন, রেজিস্ট্রেশন কীভাবে?

৯ ডিসেম্বর ২০২৫

বিদেশ থেকে দেশে ছুটিতে আসা প্রবাসীরা সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাঁদের ব্যবহৃত স্মার্টফোন নিবন্ধন ছাড়াই চালু রাখতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোনটি অবশ্যই নিবন্ধন করতে হবে। একই সঙ্গে বৈধ পথে মোবাইল ফোন আমদানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগসহ বিটিআরসি–র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈধ মোবাইল আমদানির শুল্কহার পুনর্বিবেচনা এবং অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ বন্ধ করাই আলোচনার মূল বিষয় ছিল।

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো

১. দেশে ছুটিতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত নিবন্ধন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।এর বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।

২. বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ব্যক্তিগত ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত দু’টি নতুন ফোন শুল্কমুক্ত আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে।

৩. যাদের বিএমইটি কার্ড নেই, তারা ব্যক্তিগত ফোন ছাড়াও মাত্র একটি অতিরিক্ত ফোন শুল্ক ছাড়াই দেশে আনতে পারবেন।

৪. প্রবাসীদের মোবাইল ফোন ক্রয়ের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে চোরাচালান ও পণ্য পাচার রোধ করা যায়।

৫. বৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেটের শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে মোবাইল আমদানিতে মোট শুল্ক প্রায় ৬১ শতাংশ, যা কমানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে সরকার।

৬. দেশে উৎপাদিত মোবাইল ফোনের শুল্ক ও ভ্যাটও পুনর্গঠন করা হবে, যাতে স্থানীয় কারখানা এবং বিদেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন।

৭. ১৬ ডিসেম্বরের মধ্যে বাজারে থাকা অবৈধ কিন্তু বৈধ আইএমইআইযুক্ত ফোন বিটিআরসি–তে জমা দিয়ে কম শুল্কে বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ক্লোন ও রিফার্বিশড ফোন এই সুবিধার বাইরে থাকবে।

সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে—১৬ ডিসেম্বর থেকে অবৈধ সব হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে। এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) চালুর প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে।


বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন (সংক্ষিপ্ত নির্দেশিকা)

বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের মোবাইল দেশে চালু হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক। বিটিআরসি এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেবে এবং যাচাইয়ের পর বৈধ ফোন নেটওয়ার্কে সক্রিয় থাকবে।

নিবন্ধন ধাপগুলো:

১. NEIR পোর্টালে (neir.btrc.gov.bd) গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
২. স্পেশাল রেজিস্ট্রেশন বিভাগে আইএমইআই নম্বর প্রদান করতে হবে।
৩. পাসপোর্ট, আগমনের সিল, ক্রয়রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
৪. বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ হলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

গ্রাহক চাইলে মোবাইল অপারেটরদের গ্রাহকসেবা কেন্দ্র থেকেও সহযোগিতা নিতে পারবেন।

সর্বশেষ