ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুড়া, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালোকাঠি, পিরোজপুর, টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন আসন থেকে প্রার্থীদের মনোনীত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। যেখানে রাষ্ট্র সংস্কারে আগ্রহী জামায়াত ও বিএনপি–সমর্থিত প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে।



