১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। মির্জা ফখরুল বলেন, “আমাদের সংগ্রামী নেতা, জনাব তারেক রহমান, আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন।”

তারেক রহমান গত ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

সর্বশেষ