💥 হাদির ওপর হামলায়: প্রধান আসামির বাবা আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার; জিজ্ঞাসাবাদের জন্য মা-ও আটক
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকের পর নরসিংদী থেকে দুটি পিস্তল ও একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করার তথ্য দিয়েছে র্যাব। এর মধ্যে একটি পিস্তল হাদির ওপর হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে এবং ফয়সালের মা-কেও রাতে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
প্রসঙ্গত, গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।



