আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।
গ্রুপপর্বে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচও অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে জায়গা করে নেবে। মূল পর্ব শুরুর আগে বাংলাদেশ দল বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
এ কারণে আগামী ২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, বিশ্বকাপের আগে বেঙ্গালুরুতে অবস্থান করে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে দল।
এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএল চলাকালীন জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্য একজন ফিজিও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কারও ওপর অতিরিক্ত চাপ পড়লে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে তাকে বিশ্রামের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।



