১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

২১ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক শহর জোহানেসবার্গের কাছাকাছি বেকার্সদাল এলাকায় একটি পানশালাকে ঘিরে গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

রোববার এক বিবৃতিতে বেকার্সদাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি সাদা মাইক্রোবাস ও একটি রুপালি রঙের গাড়িতে করে প্রায় ১২ জনের একটি দল ওই পানশালার সামনে এসে নির্বিচারে গুলি চালায়। এতে পানশালার মালিকসহ মোট ৯ জন প্রাণ হারান এবং আরও ১০ জন আহত হন। হামলাকারীরা অল্প সময় সেখানে অবস্থান করে এবং সেই সময়জুড়েই গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানায়, সংশ্লিষ্ট পানশালাটি বৈধ ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত।

তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এসএবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবর্ষণের ঘটনা পানশালার ভেতরে নয়, বরং এর বাইরের সড়কে সংঘটিত হয়েছে।

এ ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, হামলার সঙ্গে জড়িত আলামত সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরের অপরাধ ও ব্যবস্থাপনা ইউনিট, গোয়েন্দা বিভাগ এবং প্রাদেশিক পুলিশের সদস্যরা যৌথভাবে তদন্তে কাজ করছেন।

তিনি আরও জানান, হামলার পেছনের উদ্দেশ্য এবং জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ