বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া আবারও কোনো বড় পুরস্কার তালিকায় নাম পেলেন না। ব্যালন ডি’অরের পর এবার ‘ফিফা দ্য বেস্ট’–এর বর্ষসেরা একাদশেও তার জায়গা হয়নি, যা নিয়ে ফুটবল মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই নিয়ে সর্বাধিক হতাশ হয়েছেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, “এটা সত্যিই কৌতুকের মতো। রাফিনিয়া এমন মৌসুম কাটিয়েছে, একাদশে তার নাম না থাকা বিশ্বাস করা দায়।”
ফিফা দ্য বেস্ট ২০২৫–এর বর্ষসেরা একাদশে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে নাম করেছেন। সেই সঙ্গে দলে জায়গা পেয়েছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালও। একাদশে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং চারজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডারও রয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা পাওয়া রাফিনিয়ার নাম সেখানে নেই।
গত মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপারকাপ জেতার পথে রাফিনিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ২৯ বছর বয়সী ফরোয়ার্ডটি ৩৪ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এ ধরনের পারফরম্যান্সকে ফ্লিক “একজন দলের প্রধান অস্ত্র” বলে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেন, “রাফিনিয়ার অবদান চ্যাম্পিয়ন্স লিগে ২২টি গোলের সমতুল্য, যা নজিরবিহীন। এমন পারফরম্যান্স থাকা সত্ত্বেও তাকে সেরা একাদশে না দেখানো সত্যিই অদ্ভুত।”
আসন্ন লা লিগার ম্যাচে বার্সেলোনা ভিয়ারেয়ারালের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কাতালানরা ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট অর্জন করেছে। রাফিনিয়া নভেম্বরের শেষের দিকে ইনজুরি থেকে ফিরে ৪ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়ে ৩টি গোল করেছেন। ফ্লিক মনে করেন, তার এই ধরনের অবদান পুরোপুরি মূল্যায়ন করা উচিত।


