কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে।
তিন মাস ২৭ দিনে দানসিন্ধুক থেকে পাওয়া ৩৫ বস্তা টাকা দিনভর গণনা শেষে শনিবার রাত ৮টায় এ হিসাব দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা।
সবশেষ ৩০ অগাস্ট গণনায় এ যাবৎকালের সর্বোচ্চ ১২ কোটি নয় লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ।



