সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই জিয়া উদ্যানের মূল ফটকের সামনে তাদের অবস্থান লক্ষ্য করা যায়। নিরাপত্তার কারণে সকালে প্রবেশাধিকার সীমিত থাকলেও দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হয়। এরপর নেতা-কর্মীরা সমাধিস্থলে পৌঁছে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।
সরেজমিনে দেখা যায় বেলা ১১টার দিকে জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং সামনের সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দুপুর ১২টার পর প্রবেশমুখ খুলে দিলে অপেক্ষমাণ সাধারণ মানুষ ও দলের নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করেন। তারা দীর্ঘ সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।



