জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। তবে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কোনো পক্ষ যেন নির্দিষ্ট কারও প্রতি ঝুঁকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক রইচ উদ্দিন বলেন, এসব বিষয় শিক্ষক সমিতির নজরে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জটলা দেখা যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। এসব পরিস্থিতি থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান শিক্ষক সমিতির সভাপতি।



