মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আইপিএল থেকে টাইগার এই পেসারকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা কয়েকটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সরাসরি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে গতকাল রাতে বিসিবির চিঠির জবাব দিয়েছে আইসিসি। জবাবে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
একই সঙ্গে বিসিবির পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা।
ঢাকা পোস্টকে নিশ্চিত করা হয়েছে, বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও ১৪ জন পরিচালক উপস্থিত থাকবেন। প্রয়োজন হলে কেউ কেউ অনলাইনে জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন।
ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ সভার মূল আলোচ্য বিষয় থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈঠক শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যেতে পারে।



