দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে আবারও বিপুল পরিমাণে মাছের দেখা মিলেছে। গত বুধবার কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন চ্যানেলে এক জেলের ট্রলারে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়ে। সেন্টমার্টিন দ্বীপের মৌলভীরশীল এলাকায় ধরা পড়া মাছগুলো শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ১০ লাখ টাকায় বিক্রি হয়। প্রতিটি মাছের ওজন দুই থেকে চার কেজির বেশি বলে জানিয়েছেন জেলেরা।
ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া জানান মঙ্গলবার সন্ধ্যায় সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলা হয়। বুধবার সকালে সেই জালেই একসঙ্গে বিপুল পরিমাণ লাল কোরাল ধরা পড়ে। মোট ৬৮৭টি মাছের মধ্যে ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে। প্রথমে মণপ্রতি ২৪ হাজার টাকা দাম হাঁকা হলেও পরে দরকষাকষির মাধ্যমে মণপ্রতি ২৩ হাজার টাকা হিসেবে ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।
স্থানীয়রা জানান বাংলাদেশে লাল কোরাল মাছ ভেটকি নামেও পরিচিত। চট্টগ্রামে স্থানীয়ভাবে এই মাছকে লাল পানসা বা রাঙাচয় নামেও ডাকা হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. ফারুক জানান মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে এবং কক্সবাজার ও চট্টগ্রামের বাজারে পাঠানো হবে। কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন দীর্ঘদিন পর ভালো মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।



