১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বছরের প্রথম ১০ দিনে ১১২ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স

১২ জানুয়ারি ২০২৬

নতুন বছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ১১২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৭৪৯ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। বাংলাদেশ ব্যাংক সূত্র আজ রবিবার (১১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিট্যান্স আসার এই ধারা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল মাত্র ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪১ কোটি ডলার। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন এই গতি অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ আবারও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। এছাড়া সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই রেমিট্যান্স প্রবাহ ছিল উর্ধ্বমুখী। জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সর্বশেষ