জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নারী নেত্রী তাসনূভা জাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ ও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে চলা অনলাইন প্রচারণার ধরণ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
তাসনূভা জাবীন তাঁর পোস্টে উল্লেখ করেন যে, সালমান মুক্তাদির ও তাঁর পরিবার এবং মানজুর আল মতিনের পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি সুশৃঙ্খল প্যাটার্ন মেনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, এই মিথ্যাচার বা প্রোপাগান্ডা ছড়ানোর একটি নির্দিষ্ট ভাষার ধরন ও কৌশল রয়েছে যা অত্যন্ত সুপরিকল্পিত। তাঁর মতে, যারা নির্দিষ্ট কিছু রাজনৈতিক বা সামাজিক মতাদর্শের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাদের সবাইকেই একই ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে।
নারী নেত্রী আরও বলেন, এই ধরনের আক্রমণগুলোতে নারীদের আরও তুচ্ছতাচ্ছিল্য করা হয় এবং মিথ্যাচারের উৎসব শুরু হয়। তবে তিনি একে ইতিবাচকভাবে দেখছেন এই কারণে যে, অতীতে মতপ্রকাশের জন্য গুম বা ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় থাকলেও এখনকার শাসকরা এসব পদক্ষেপ নিতে শতবার ভাববেন। তাঁর মতে, যেভাবে অতীতে ‘রাজাকার’ অপবাদ দিয়ে মানুষকে দমানোর চেষ্টা ব্যর্থ হয়েছে, ঠিক একইভাবে এই সুশৃঙ্খল অনলাইন মিথ্যাচারের বিরুদ্ধেও মানুষের ঘুরে দাঁড়ানো এখন সময়ের ব্যাপার মাত্র।



